Posts
Showing posts from 2020
১) ট্যাব বা স্মার্টফোন রসিদে কোম্পানি, মডেল নম্বর এবং IMEI নম্বর উল্লেখ থাকতে হবে।২) ট্যাব বা স্মার্টফোনের দাম হতে হবে দশহাজার টাকার বেশি (কোম্পানির ওয়েবসাইট অনুসারে)।৩) দোকান বা শোরুমের বিলে GSTN উল্লেখ থাকতে হবে। বিলে আলাদা করে CGST এবং SGST দেখাতে হবে। রসিদে মনোগ্রাম এবং ক্রমিক সংখ্যা অবশ্যই স্পষ্ট ভাবে ছাপা থাকতে হবে।৪) বিল ছাত্র বা ছাত্রীর নিজের নামে হবে এবং একাউন্টে টাকা জমা হওয়ার পরে বিলের তারিখ হতে হবে।৫) প্রদেয় অর্থের যথাযোগ্য utilization certificate জমা না দিলে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার registration প্রত্যাহারের অধিকার শিক্ষা সংসদ দ্বারা সংরক্ষিত থাকবে।
- Get link
- X
- Other Apps
ঘোষিত হল উচ্চমাধ্যমিকের সময় সূচি, জেনে নিন কবে কোন পরীক্ষাThursday, 24 Dec, 7.37 pmদীপঙ্কর মণ্ডল: উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) জুন মাসে হবে তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত। একাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১৫ জুন থেকে, চলবে ২ জুলাই পর্যন্ত। সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিক। দুপুর ২ টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত হবে একাদশ শ্রেণির পরীক্ষা।'বিজেপি বিরোধী বলেই অমর্ত্য সেনের বিরুদ্ধে কুত্সা', জমি বিতর্কে বিশ্বভারতীকে জবাব মমতারউচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষাগুলি হবে ১০ থেকে ৩১ মার্চের মধ্যে।২০ এপ্রিলের মধ্যে ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর স্কুলগুলিকে সংসদে জমা দিতে হবে। সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদ রুটিন প্রকাশ না করলেও উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। জেনে নিন দ্বাদশ শ্রেণির কবে কী পরীক্ষা? ১৫ জুন- প্রথম ভাষা (বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি)১৭ জুন-দ্বিতীয় ভাষা (ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ ইংরেজি)১৮ জুন- ভোকেশনাল বিষয়১৯ জুন- বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান২১ জুন-অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস২২ জুন- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীর শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টস২৪ জুন- ফিলোজফি, সোসিওলজি, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট২৬ জুন- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি২৮ জুন- রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, পার্সি, আরবী ও ফরাসি৩০ জুন- স্ট্যাটেস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্টরইল একাদশ শ্রেণির পরীক্ষা সূচিও। সিঙ্গুরের জমিতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রাজ্যজুড়ে কর্মসংস্থানের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীরগত বছর মার্চ থেকে করোনার দাপটে বন্ধ স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তার ফলে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা সশরীরে স্কুলে উপস্থিত থেকে আড়াই মাস ক্লাস করেছিল। তবে ভাইরাসের প্রকোপে একদিনও ক্লাস করার সুযোগ পায়নি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। তার ফলে কীভাবে সিলেবাস শেষ হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিলেবাসের বোঝা কমিয়ে পরীক্ষা নেওয়ার ভাবনাচিন্তার কথাও শোনা যাচ্ছে।DailyhuntDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created
- Get link
- X
- Other Apps
দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের জানানো হচ্ছে, আগামী দুই দিনের মধ্যে প্রত্যেকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করো এবং ব্যাংক পাশ বুক ও আধার কার্ডের এক কপি করে জেরক্স 27.12.2020 তারিখের মধ্যে মাদ্রাসার অফিসে জমা করো। সরকারের পক্ষ থেকে তোমাদের সবাইকে 10000.00 টাকা করে দেওয়া হবে। যারা অ্যাকাউন্ট আপডেট করবেনা বা জেরক্স জমা দেবে না তারা টাকা না পেলে পরবর্তীতে আমাদের কিছু করার থাকবে না। সংবাদটি সকল বন্ধু বান্ধবীকে দ্রুত জানাতে বলা হচ্ছে,washimonlinemibilepoint.blogspot.com
- Get link
- X
- Other Apps