১) ট‍্যাব বা স্মার্টফোন রসিদে কোম্পানি, মডেল নম্বর এবং IMEI নম্বর উল্লেখ থাকতে হবে।২) ট‍্যাব বা স্মার্টফোনের দাম হতে হবে দশহাজার টাকার বেশি (কোম্পানির ওয়েবসাইট অনুসারে)।৩) দোকান বা শোরুমের বিলে GSTN উল্লেখ থাকতে হবে। বিলে আলাদা করে CGST এবং SGST দেখাতে হবে। রসিদে মনোগ্রাম এবং ক্রমিক সংখ্যা অবশ্যই স্পষ্ট ভাবে ছাপা থাকতে হবে।৪) বিল ছাত্র বা ছাত্রীর নিজের নামে হবে এবং একাউন্টে টাকা জমা হওয়ার পরে বিলের তারিখ হতে হবে।৫) প্রদেয় অর্থের যথাযোগ্য utilization certificate জমা না দিলে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার registration প্রত‍্যাহারের অধিকার শিক্ষা সংসদ দ্বারা সংরক্ষিত থাকবে।

Comments

Popular Posts