Skip to main content
দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের জানানো হচ্ছে, আগামী দুই দিনের মধ্যে প্রত্যেকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করো এবং ব্যাংক পাশ বুক ও আধার কার্ডের এক কপি করে জেরক্স 27.12.2020 তারিখের মধ্যে মাদ্রাসার অফিসে জমা করো। সরকারের পক্ষ থেকে তোমাদের সবাইকে 10000.00 টাকা করে দেওয়া হবে। যারা অ্যাকাউন্ট আপডেট করবেনা বা জেরক্স জমা দেবে না তারা টাকা না পেলে পরবর্তীতে আমাদের কিছু করার থাকবে না। সংবাদটি সকল বন্ধু বান্ধবীকে দ্রুত জানাতে বলা হচ্ছে,washimonlinemibilepoint.blogspot.com
Comments
Post a Comment